কালিগঞ্জে লক্ষ টাকার আটদলীয় ফুটবল টুর্নামেন্টে শ্যামনগরের ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব ফাইনালে
- Dec 06 2025 13:30
এম.আর. মোস্তাক, স্পোর্টস রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে লক্ষ টাকার ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
‘ডিএমসি ক্লাব’ আয়োজিত টুর্নামেন্টের আকর্ষণীয় এ সেমিফাইনালে কালিগঞ্জের শ্রীকলা অনির্বাণ সংঘ এবং শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাবের মধ্যকার নির্দ্ধারিত সময়ের খেলা গোলশূণ্যভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে শ্রীকলা অনির্বাণ ক্লাবকে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব ফাইনালে জায়গা করে নিয়েছে। ম্যাচসেরা হয়েছেন ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক আমির হোসেন জিকু।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী ছিলেন আতাউর রহমান, মিজানুর রহমান ও রুবেল। খেলার ধারাবর্ণনায় ছিলেন শিক্ষক এম.আর মোস্তাক ও আলমগীর কবির।
ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন ৯নং মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ডিএমসি ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুুহিন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য সৈয়দ হেমায়েত বাবু, সাবেক ইউপি সদস্য শেখ রিয়াজুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী রাইসুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য মোঃ আবু হাসান, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, ইউপি সদস্য দেবাশীষ ঘোষ, নূর মোহাম্মদ বাঁচা মোল্লা, হাফেজ খায়রুল বাশার, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, ডিএমসি ক্লাবের উপদেষ্টা রেজাউল হক ডাবলু, আবু হাসান রাজ, বীর মুক্তিযোদ্ধা শেখ জিন্নাত আলী, বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেন, উপদেষ্টা শেখ আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য শেখ আয়নাল হক, সাবেক উপদেষ্টা মোঃ নাজিম উদ্দিন, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, ক্লাবের সদস্য আলমগীর কোবির, ডিএমসি ক্লাবের কর্মকর্তা মাসুম হাসান, আক্তারুজ্জামান টিটু, আসিফ মাহমুদ, কলিম শারাফি সোহেল, শেখ শাহিন, সালাউদ্দীন, শফিকুল ইসলাম প্রমুখ।
এর আগে প্রথম সেমিফাইনালে পি.ডি.কে মিতালী সংঘকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে নলতা শরীফ ফুটবল একাডেমি ফাইনালে উন্নীত হয়।
আগামী ১৫ ডিমেম্বর সোমবার) টুর্নামেন্টের শ্যামনগরের ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে কালিগঞ্জের নলতা শরীফ ফুটবল একাডেমি।##
আরো সংবাদ
ডুমুরিয়ার কাঁঠালতলায় ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ
- Dec 06 2025 13:30
কালিগঞ্জের নলতায় দাঁড়িপাল্লার পক্ষে ছাত্রশিবিরের নির্বাচনী মিছিল ও পথসভা
- Dec 06 2025 13:30
সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকের নির্বাচনী প্রচারণা শুরু
- Dec 06 2025 13:30
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






