
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সৈয়দপুরে জেলা বিএনপির গণঅনশন
- Oct 14 2023 12:11
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং প্রতিহিংসার বিচারে বন্দি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁকে বিদেশে সুচিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ অক্টোবর)শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলা অনশন কর্মসূচিতে সৈয়দপুর রাজনৈতিক জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে সভাপতিত্ব করেন কর্মসূচি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু সঞ্চালনায় দিনের ভোট রাতে করা সরকারের পদত্যাগ দাবি করে সরকারের অন্যায় অত্যাচার ও অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে বক্তব্য বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, বজলার রহমান,
সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, যুগ্ম সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক আনোয়ার হোসেন প্রামানিক, এম এ পারভেজ লিটন, প্রচার সম্পাদক আবু সরকার, বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াৎ শাহ্, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ মো. বাবলু, বিএনপি নেতা আনিছুল ইসলাম চৌধুরী, সৈয়দপুর যুবদলের আহবায়ক তারিক আজিজ, যুগ্ম আহবায়ক রেজওয়ান আক্তার পাপ্পু, জাকির হোসেন মেনন,সদস্য সচিব আলহাজ্ব পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদলের সভাপতি হোসেন মোহাম্মদ আরমান, ছাত্রদল নেতা আরাফাত হোসেন, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু,কৃষকদল নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী, জেলা মহিলা দল সভাপতি রওনক আফজাল রিনু প্রমুখ।
বক্তারা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে বন্দী করে রাখা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি উন্নত ও সুচিকিৎসার অভাবে দিনের পর দিন মৃত্যুর
সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা বার বার দাবি করছি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। কিন্তু বর্তমান সরকার নানা অজুহাতে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে গড়িমসি করছেন। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। অন্যথায় বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই বহন করতে হবে বলে হুশিয়ারি দেওয়া হয় গণঅনশন কর্মসূচিতে। সেই সঙ্গে বিএনপির সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি মেনে নেয়ার আহবান জানান।
অন্যথায় আগামী দেশের জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।
আরো সংবাদ
শ্যামনগরের নওয়াবেঁকী কলেজের সভাপতিকে অপসারণের দাবিতে মানববন্ধন
- Oct 14 2023 12:11
সৈয়দপুরে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
- Oct 14 2023 12:11
সৈয়দপুরে আ'লীগ নেতাদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- Oct 14 2023 12:11
ডুমুরিয়ায় গরুসহ দুই চোর আটক, সিএনজি জব্দ
- Oct 14 2023 12:11
সর্বশেষ
Weather

21 °C
Mostly Cloudy
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July