Image

আশাশুনির মহেশ্বরকাটি পূজামন্ডপ পরিদর্শনে এমপি মনোনয়ন প্রত্যাশী মোস্তাকিম

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহাষষ্ঠীতে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনে পূজা মন্ডপে প্রবেশ পথে মেট্রোরেল এর আদলে গেট ও পূজা মন্ডপ পরিদর্শন করেন সাতক্ষীরা ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ বি এম মোস্তাকিম।

শুক্রবার (২০ অক্টোবর) বিকালে মহেশ্বরকাটি শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে তিনি এ মেট্রো রেলের আদলে গেট উদ্বোধন শেষে তিনি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম বলেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসবকে সামনে রেখে মহেশ্বরকাটি সার্বজনীন শারদীয় দুর্গোৎসব কমিটির আয়োজনে বর্তমান সরকারের উন্নয়নের সাফল্য তুলে ধরে মেট্রো রেলের আদলে যে দৃষ্টিনন্দন গেট তৈরি করা হয়েছে তা সকলের কাছে একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। আসন্ন দুর্গোৎসবকে ঘিরে কোন দুষ্কৃতিকারীরা যেন এই উৎসবকে বাধাগ্রস্থ করতে না পারে সেজন্য তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ নেতা বদিয়ার রহমান, রজব আলী সরদার, পরেশ অধিকারী, তবিবুর রহমান তৈবার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী, সার্বজনীন দুর্গোৎসব আয়োজক কমিটির সভাপতি অনাঙ্গ মন্ডল, সাধারণ সম্পাদক বিকাশ সরদার, কোষাধাক্ষ পুলিন মন্ডল, দেবপ্রসাদ দেবু, বিক্রম সরদার, প্রচার সম্পাদক সুমন দাস, মহেশ্বরকাটি মৎস্যজীবী আড়ৎদার সমিতির সভাপতি আবদুস সালাম, ছাত্রলীগ নেতা রাজ, তারিক, রাফসান, শান্ত, নাজমুল, রাজা, হিমেল, সবুজ প্রমুখ সহ আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।