Image

গ্রেফতার নির্যাতন করে সরকারের পতন ঠেকানো যাবেনা: শিমুল বিশ্বাস 

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি বিশিষ্ট শ্রমিক নেতা এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন সরকারের ভীত নড়ে গেছে। তাই ক্ষমতা ধরে রাখতে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা, হামলা ও গ্রেফতার করা হচ্ছে। কিন্তু যতই হামলা মামলা গ্রেফতার করা হোক না কেন

এক দফার আন্দোলনকে দমানো যাবেনা। গণআন্দোলনের মাধ্যমে বর্তমান সরকার পদত্যাগে বাধ্য হবে। বুধবার (২৫ অক্টোবর)  বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আগামি ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষে সরকার পতনের এক দফা দাবি ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সু চিকিৎসার দাবিতে দলের সকল স্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে ওই সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। জেলা বিএনপির সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহিন আকতার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য বলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য বলেন, বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো.  আব্দুল খালেক ও কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ন কবির খান। মতবিনিময় সভায় প্রধান অতিথি শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রধান বক্তা ফরহাদ হোসেন আজাদ তাদের বক্তব্যে বলেন আগামি ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশের কারণে সরকারের ভয় লেগেছে। তারা সমাবেশ বানচাল করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। দলের নেতাকর্মী ও সমর্থকদের আতঙ্কে রাখতে হামলা মামলা ও গ্রেফতার শুরু করেছে। তারা সরকারের উদ্দেশ্যে বলেন,দলের নেতাকর্মীদের ওপর  যতই অত্যাচার নির্যাতন আর গ্রেফতার করুন একদফার আন্দোলন দমানো যাবেনা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মহাসমাবেশে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি আসবে। কঠিন কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে। তারা বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মত আর পাঁতানো নির্বাচন করতে দেওয়া হবেনা। তাই ১৪ আর ১৮ সালের স্বপ্ন না দেখে তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সাথে বিদায় নিন। মতবিনিময় সভায় যতই বাঁধা আসুক ২৮ অক্টোবরের মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের আহবান জানান প্রধান অতিথিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, বিএনপি নেতা আনোয়ার হোসেন প্রাং,শামসুল আলম, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু ও জোবায়দুল ইসলাম মিন্টু, প্রভাষক শওকত হায়াত শাহ, শেখ বাবলু,আবু সরকার,
রেজাউল করিম লোকমান, আনিছুল হক,  কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন ও তাজুল ইসলাম ডালিম,জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, যুগ্ম আহবায়ক রেজওয়ান আক্তার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারন সম্পাদক সাদেদুজ্জামান দিনার, জেলা ছাত্রদল সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান,জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষকদল
মৎস্যজীবি দল,শ্রমিক দল,তাতীদলের সর্বস্তরের নেতাকর্মী।