Image

শৈলকুপায় স্বতন্ত্র এমপি প্রার্থী দুলাল বিশ্বাসের গণসংবর্ধনায় জনতার ঢল

ইনছান আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ ১ শৈলকুপা আসনে সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় গণসংবর্ধনায় জনতার ঢল নামে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহর থেকে বিশাল গাড়ী বহর নিয়ে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে তিনি হাজির হন। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজ মাঠে গণসংবর্ধনায় জনতার ঢল নামে। উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় নেতা কর্মীরা তাকে ফুলের মালা গলাই দিয়ে সংবর্ধনা জানান। শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজমের সভাপতিত্বে গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড, আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কাইসার টিপু, আশরাফুল ইসলাম খোকন, নিত্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম খা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টুলু, জেলা যুবলীগের সমাজকণ্যান বিষয়ক সম্পাদক মোঃ বিপুল হোসেন। কাঁচের ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবলু জোয়ার্দার, ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদ আলী বিশ্বাস, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর মৎসজীবি লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পাতা প্রমুখ। গাড়ি বহরে হাজার হাজার মোটরসাইকেল ও গাড়ি নিয়ে লক্ষাধিক লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়।