
জামায়াতের তিন শ' আসনে প্রার্থী দেওয়ার স্বক্ষমতা নেই" : ডুমুরিয়ায় যুবদল নেতা রুবায়েদ
- Mar 27 2025 17:04
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা ৫- ডুমুরিয়া ফুলতলা আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ বলেছেন, জামায়াতের তিন শ' আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা নেই বিধায় নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্রের জাল বুনছে।
বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়ন শ্রমিক দলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শেখের ট্যাক মসজিদ চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি আরো বলেন, ৫ আগস্টের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি দখলবাজি করেছে তারেক রহমানের বিএনপিতে তাদের জায়গা নেই।
মাগুরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফজর আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, ডুমুরিয়ায় বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তারাই হবে বিএনপির মূলশক্তি। তিনি দখলবাজদের বর্জনসহ তৃনমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, মোল্যা মাহাবুর রহমান, জিএম মিজানুর রহমান লিটন, শেখ মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, শেখ দিদারুল হোসেন দিদার, মাষ্টার আয়ুব আহমেদ, খান আসাদুজ্জামান মিন্টু, শেখ আবদুল কাদের, এফএম গোলাম সরোয়ার, আব্দুল মজিদ, খোকন তালুকদার, সন্দীপ চ্যাটার্জী, প্রভাষক মঞ্জুর রশিদ, সরদার বিল্লাল হোসেন, মাষ্টার নজরুল ইসলাম, আব্দুল লতিফ, ফয়সাল চৌধুরী, সরদার মোজাফফর হোসেন, শেখ ফরিদুল ইসলাম, মিলন মল্লিক, মুনসুর মোল্যা, এফএম রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম লাচ্চু, আবু বক্কার মোল্যা, হাবিবুর রহমান, মহসিন খান, শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন, ফেরদাউস হোসেন প্রমুখ।
আরো সংবাদ
শ্যামনগরের নওয়াবেঁকী কলেজের সভাপতিকে অপসারণের দাবিতে মানববন্ধন
- Mar 27 2025 17:04
সৈয়দপুরে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
- Mar 27 2025 17:04
সৈয়দপুরে আ'লীগ নেতাদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- Mar 27 2025 17:04
ডুমুরিয়ায় গরুসহ দুই চোর আটক, সিএনজি জব্দ
- Mar 27 2025 17:04
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July