Image

নীলফামারী-৪ আসন: সৈয়দপুরে ধানের শীষের প্রচারণা শুরু

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল আনুষ্ঠানিকতা শেষে দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচন প্রচারণা শুরু করেছেন নীলফামারী -৪ (সৈয়দপুর - কিশোরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের শহীদ ডা.  জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল শেষে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়। এসময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ - উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ তুলশীরাম সড়ক, পৌর আধুনিক সবজিবাজার, গোয়াল পাড়া, কলাহাটি, মাংস বাজারসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ চালান। এসময় ব্যবসায়ী,পথচারি, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনর সাথে কুশল বিনিময় করে ধানের শীষের পক্ষে ভোট চান প্রার্থীসহ দলের নেতাকর্মীরা। 

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর জনগনের ভোটাধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। তাদের অত্যাচার থেকে মুক্তি পেতে এবং গনতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা খেতে হয়েছে। হত্যাসহ গুমের শিকার হয়ে বাংলাদেশে আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। 

তিনি বলেন, তারপরেও আমাদের দল আন্দোলন থেকে পিছ পা হননি। আন্দোলন সংগ্রামের ফলেই আওয়ামী লীগের পতন হয়েছে এবং আগাম ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। তিনি সৈয়দপুর - কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নসহ আগাামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত আহবান জানান। 

এদিকে ধানের শীষের  হ্যান্ডবিল হাতে পেয়ে ব্যাটারি চালিত রিক্সা চালক বাপ্পি (৩৫) ভ্যান চালক আইনুল, মুদি দোকানি মুন্না (৪০) সহ অসংখ্যজন বলেন,আমরা দীর্ঘদিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারিনি। আওয়ামী লীগ আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। এবার ভোট দেওয়ার সুযোগ এসেছে এবং প্রিয় মার্কা ধানের শীষেই আমরা ভোট দিব নির্বাচনী প্রচারণা চলাকালে এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, জিয়াউল হক জিয়া, শফিকুল ইসলাম জনি,  আব্দুস সাত্তার পাটোয়ারী, বজলার রহমান, হাজী আওরঙ্গজেব, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠু, বিএনপি নেতা মেরাজ, কাজী মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড চৌধুরী টিটুসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, তাতীদল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

এরআগে বুধবার প্রতিক পেয়ে গোটা নির্বাচনী এলাকায় গনসংযোগ করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।