সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকের নির্বাচনী প্রচারণা শুরু
- Jan 22 2026 15:39
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টি (এ) সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথমদিনে সৈয়দপুর শহর ও বিভিন্ন ইউনিয়ন এবং আসনের অপর উপজেলা কিশোরগঞ্জের গ্রাম গঞ্জে বিরামহীন প্রচারণা চালান তিনি। সকাল থেকে শুরু করে গভীররাত পর্যন্ত বিভিন্ন বাজার ও পাড়া মহল্লা ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করে লাঙ্গল প্রতীকে ভোট চান।
গনসংযোগ চলাকালে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আমি নির্বাচনে অংশ নিবো শুনে একটি পক্ষ শুরু থেকেই আমার বিরুদ্ধে নানা যড়যন্ত্র শুরু করে। এমনকি মনোনয়ন বাতিলের জন্য নির্বাচন কমিশনেও আপিল করেন। এসব করা হয়েছে আমাকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করে। তিনি বলেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন। আল্লাহ সহায় আছেন বলেই আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হয়নি তাদের। তিনি বলেন, জনগন আমার সাথে আছেন। কারন তারা বিশ্বাস করেন সিদ্দিক অন্তত জনগনের হক মেরে খাবেন না। কারন আল্লাহ তাঁকে অনেক দিয়েছেন। তিনি বলেন জনগন আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন, সেই আমি বিশ্বাস রাখতে চাই।
গণসংযোগকালে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। এরআগে বুধবার দলীয় প্রতীক পেয়ে তিনি তাঁর প্রয়াত বাবা মার কবর জিয়ারত করেন। ওইদিন সন্ধ্যায় তিনি সৈয়দপুরের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। তাঁর মালিকানাধীন শহরের ইকু হেরিটেজ এন্ড রিসোর্টে ওই মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আরো সংবাদ
ডুমুরিয়ার কাঁঠালতলায় ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ
- Jan 22 2026 15:39
কালিগঞ্জের নলতায় দাঁড়িপাল্লার পক্ষে ছাত্রশিবিরের নির্বাচনী মিছিল ও পথসভা
- Jan 22 2026 15:39
সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকের নির্বাচনী প্রচারণা শুরু
- Jan 22 2026 15:39
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





