কালিগঞ্জে সাড়ম্বরে সরস্বতী পূজা উদযাপন, সাত দিনব্যাপী আয়োজন বিষ্ণুপুরের প্রান্তিক সংঘের
- Jan 23 2026 15:18
বিশেষ প্রতিনিধি: শুক্লা পঞ্চমী তিথিতে সাতক্ষীরার কালিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, বিষ্ণুপুর হাইস্কুল মাঠে প্রান্তিক সংঘসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং মন্দিরে ভক্ত ও শিক্ষার্থীরা সরস্বতী পূজা শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পরে প্রতিটি পূজামণ্ডপে দেবী ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পূজাকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
রোকেয়া মনসুর মহিলা কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ কুমার মন্ডল বলেন, দেবী সরস্বতী হলেন বিদ্যা, বাণী, শিল্প ও সুরের অধিষ্ঠাত্রী দেবী। মূলত জ্ঞান অর্জন এবং সাংস্কৃতিক উৎকর্ষের কামনায় শিক্ষার্থীরা এই পূজার প্রধান আয়োজক। তিনি জানান, অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াই হলো মা সরস্বতীর আরাধনার মূল উদ্দেশ্য। সে কারণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বা ব্যক্তি উদ্যোগে সরস্বতী পূজার আয়োজন করা হয় বলে জানান তিনি।
এদিকে, কালিগঞ্জের বিষ্ণুপুর প্রান্তিক সংঘ প্রতিবছরের মতো এবারও সরস্বতী পূজা উপলক্ষে সাত দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। ২৩ জানুয়ারি সরস্বতী পূজা, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি ও প্রতিমা প্রদর্শনী, ২৪ জানুয়ারি সন্ধ্যা আরতি, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী, ২৫ জানুয়ারি সামাজিক নাটক ‘জেল থেকে বলছি’, ২৬ জানুয়ারি সন্ধ্যা আরতি, ডিজিটাল আলোকসজ্জা ও প্রতিমা প্রদর্শনী, ২৮ জানুয়ারি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৯ জানুয়ারি রাত ৮ টায় প্রতিমা বরণ ও বিসর্জনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানমালা শেষ হবে বলে জানিয়েছেন প্রান্তিক সংঘের কর্মকর্তা সহকারী শিক্ষক নির্মল কুমার গাইন।
আরো সংবাদ
ডুমুরিয়ার কাঁঠালতলায় ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ
- Jan 23 2026 15:18
কালিগঞ্জের নলতায় দাঁড়িপাল্লার পক্ষে ছাত্রশিবিরের নির্বাচনী মিছিল ও পথসভা
- Jan 23 2026 15:18
সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকের নির্বাচনী প্রচারণা শুরু
- Jan 23 2026 15:18
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





