Image

কালিগঞ্জের নলতায় দাঁড়িপাল্লার পক্ষে ছাত্রশিবিরের নির্বাচনী মিছিল ও পথসভা

বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে (কালিগঞ্জ-আশাশুনি) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় নির্বাচনে ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এ নির্বাচনী মিছিল ও পথসভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালিগঞ্জ উত্তর আদর্শ শাখা। 

বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি নলতা হাটখোলা মসজিদের সামনে থেকে শুরু করে নলতা রওজা মোড় ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে নলতা বাজার এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন নলতা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আকবর হোসেন, কালিগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সদস্য মোঃ আশরাফ মোল্লা, উপজেলা যুব জামায়াতের ইউনিট সদস্য রফিকুল ইসলাম রেজা, কালিগঞ্জ ছাত্রশিবির পূর্ব থানা সভাপতি শরিফুল ইসলাম, নলতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ, ছাত্রশিবিরের উত্তর থানা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, অফিস সম্পাদক নাঈম হোসেন প্রমুখ। এ সময় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।