ডুমুরিয়ার কাঁঠালতলায় ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ
- Jan 23 2026 16:53
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ ডুমুরিয়া ফুলতলা আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাস্মাদ আলি আসগার লবির সমার্থনে উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলায় একটি বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালাম,সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। এ সময় তাঁরা বলেন, খুলনা-৫ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। আলি আসগার লবি একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে মাঠে থাকতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাসানুজ্জামান মোড়ল, রুহুল আমিন, বাবু রমেন রায়, কামাল হোসেন, তৌফিক মোড়ল, শেখ আব্দুল গফুর,আব্দুল হাই,বিল্লাল হোসেন,আনোয়ার হোসেন, রুহুল আমিন খোকা,হাবিবুর রহমান, সাংবাদিক শেখ আব্দুস সালাম, গাজী আব্দুল কুদ্দুসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের ছাত্রদলের কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, মুগদা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. মেহেদী হাসান নিলয়,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, যুবদল নেতা সাজু আহমেদ, শেখ জাকির হোসেন, তৈয়বুর রহমান, লিটন মালি, জনি সরদার, আবু বক্কার, আব্দুল্লাহ শেখ, লিটন হোসেন।
ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনিক আহমেদ, ইভান গাজী, আতাউর রহমান, মো. মোজাম্মেল হক, সাকিব হোসেন, শাহরিয়ার ইসলাম নাইম, তাসিব বিশ্বাস, শাকিল হোসেন, আবু সোহান শেখ, জাহিদ, সবুজ, জাকারিয়া, মেহেদীসহ আরও অনেক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এ ধরনের গণসংযোগ ও মিছিল অব্যাহত থাকবে।
আরো সংবাদ
ডুমুরিয়ার কাঁঠালতলায় ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ
- Jan 23 2026 16:53
কালিগঞ্জের নলতায় দাঁড়িপাল্লার পক্ষে ছাত্রশিবিরের নির্বাচনী মিছিল ও পথসভা
- Jan 23 2026 16:53
সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকের নির্বাচনী প্রচারণা শুরু
- Jan 23 2026 16:53
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





