সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা ও গণমিছিল
- Jan 22 2026 15:30
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারকে নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেয়ায় দলটির নেতাকর্মীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪ টায় কালিগঞ্জের সোহরাওয়ার্দী পার্কে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দীকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।
কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম, সাবেক এমপি মাওলানা রিয়াছাতে ছেলে নুরুল আফসার, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলার সেক্রেটারি নাজমুল ইসলাম ও সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ লিয়াকত আলী ও নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, উপজেলা জামায়াতে’র কর্মপরিষদ সদস্য মাওলানা নূরুজ্জামান হাবিবী, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল মোমিন, আফতাব উদ্দিন, আবু ইসলামসহ দলটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।##
কালিগঞ্জের ভাড়াশিমলায় সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী
ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা
বিশেষ প্রতিনিধি: সর্বস্তরের জনতার সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী গরীবেপর ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক শহিদুল আলম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪ টায় ভাড়াশিমলা ইউনিয়নবাসীর উদ্যোগে ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে প্রথম নির্বাচনী জনসভায় অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, গতরাতে বিএনপি আমাকে বহিস্কার করেছে। জনগণের মনের ভাষা বুঝতে দল ব্যর্থ হয়েছে। মানুষের চাওয়া হয়তো দল পুরণ করে নি তবে আপনাদের ভালবাসার কাছে আমি ঋণি হয়ে গেছি। কারণ ইতিপূর্বে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে আমার মনোনয়ন প্রদান না করাকে কেন্দ্র করে দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। আমি সেই ভালবাসার প্রতিদান দিতে এবং আপনাদের চাওয়ার প্রেক্ষিতে প্রার্থী হয়েছি। জনতার মূল্যবান ভোটে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে কালিগঞ্জ ও আশাশুনি এলাকার সার্বিক উন্নয়ণের জন্য সাধ্যমতো চেষ্টা করে যাবো। নির্বাচনী আচরণবিধি মেনে তিনি দলমত নির্বিশেষে সকলকে ফুটবল প্রতীকের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন, নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহম্মেদ পুটু প্রমুখ।
আরো সংবাদ
ডুমুরিয়ার কাঁঠালতলায় ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ
- Jan 22 2026 15:30
কালিগঞ্জের নলতায় দাঁড়িপাল্লার পক্ষে ছাত্রশিবিরের নির্বাচনী মিছিল ও পথসভা
- Jan 22 2026 15:30
সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকের নির্বাচনী প্রচারণা শুরু
- Jan 22 2026 15:30
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





