Image

কালিগঞ্জের ভাড়াশিমলায় সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা

বিশেষ প্রতিনিধি: সর্বস্তরের জনতার সরব উপস্থিতিতে শুরু হলো সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী গরীবের ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক শহিদুল আলমের আনুষ্ঠানিক প্রচারণা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪ টায় ভাড়াশিমলা ইউনিয়নবাসীর উদ্যোগে ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

 

ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে প্রথম নির্বাচনী জনসভায় অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, গতরাতে বিএনপি আমাকে বহিস্কার করেছে। জনগণের মনের ভাষা বুঝতে দল ব্যর্থ হয়েছে। মানুষের চাওয়া হয়তো দল পুরণ করে নি তবে আপনাদের ভালবাসার কাছে আমি ঋণি হয়ে গেছি। কারণ ইতিপূর্বে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে আমার মনোনয়ন প্রদান না করাকে কেন্দ্র করে দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। আমি সেই ভালবাসার প্রতিদান দিতে এবং আপনাদের চাওয়ার প্রেক্ষিতে প্রার্থী হয়েছি। জনতার মূল্যবান ভোটে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে কালিগঞ্জ ও আশাশুনি এলাকার সার্বিক উন্নয়ণের জন্য সাধ্যমতো চেষ্টা করে যাবো। নির্বাচনী আচরণবিধি মেনে তিনি দলমত নির্বিশেষে সকলকে ফুটবল প্রতীকের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান। 

 

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন, নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহম্মেদ পুটু প্রমুখ।