কালিগঞ্জের চিংড়া প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- Nov 24 2025 15:44
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে মাছের ঘের তৈরীর চেষ্টার অভিযোগ উঠেছে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর প্রমিলা রানী এবং তার পিতা মঙ্গল চন্দ্র মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান সোমবার (২৪ নভেম্বর) সকালে সরেজমিন তদন্ত করেছেন। তদন্ত চলাকালে স্কুলের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
লিখিত অভিযোগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চিংড়া স্কুলে একটি খেলার মাঠ আছে। দীর্ঘ ২০ বছর যাবত কোমলমতি ছাত্রছাত্রীরা ওই মাঠে সকল দিবস পালন ও খেলাধুলা করে। এছাড়াও ওই মাঠটি এলাকার যুবকদের খেলাধুলার স্থান। স্কুলের মাঠটি নিচু জায়গায় হওয়ার কারণে বর্ষা মৌসুমে মাঠটি পানিতে তলিয়ে যেয়ে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। খেলার মাঠটি সংস্কারের উদ্যোগ না নিয়ে উল্টো সংরক্ষিত ইউপি মেম্বর প্রমিলা রানী মন্ডল ও তার পিতা মঙ্গল চন্দ্র মন্ডল চক্রান্ত করে স্কুলের মাঠটিতে বর্ষার মৌসুমে মাছ চাষের চেস্টা করতে থাকেন।
অভিযোগে তারা আরও জানান, চিংড়া স্কুলের মাঠের পাশে মঙ্গল চন্দ্র মন্ডলের ঘের থাকায় তার মেয়ে প্রমিলা রানী মন্ডলের ইন্ধনে রাতের অন্ধকারে খেলার মাঠে ঘেরের পানি তুলে দেয়া হয়। এছাড়াও স্কুলের মাঠ থেকে মাটি খনন এবং আটল দিয়া মাঠের পরিবেশ নষ্ট করা হচ্ছে। স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় যুবক ছেলেরা মাঠে গেলে মঙ্গল চন্দ্র মন্ডল তাদের গালিগালাজ করেন এবং বিভিন্ন মিথ্যা মামলা দেবে বলে প্রকাশ্য হুমকি দেন। বিষয়টি ইউপি সদস্য প্রমিলা মন্ডলকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমানকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়। সোমবার সকালে সরেজমিন তদন্তকালে বাদী ও বিবাদী পক্ষের পাঁচজন করে লিখিত বক্তব্য প্রদান করেন। তদন্তকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ আমিরুননেসা লাভলী, উকসা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, সাবেক সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, গোপালচন্দ্র মন্ডল, ৪ নম্বর ওয়ার্ড মেম্বর নূর মোহাম্মদ বাছা মোল্লা, সাবেক ইউপি সদস্য গোলাম মাকসুদ বাটুল, মাহবুবর রহমান, মোঃ জামশেদ আলীসহ সাংবাধিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। একই সময়ে চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মাঠ রক্ষার জন্য বিদ্যালয়ের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বিদ্যালয়ের খেলার মাঠের সম্পত্তি বিদ্যালয়ের আরএস রেকর্ডভুক্ত। বিবাদী মঙ্গল চন্দ্র মন্ডল ও প্রমিলা রানী মন্ডল আরএস রেকর্ড সংশোধনের জন্য বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলা দায়ের করলেও সেটি খারিজ হয়ে যায়। এরপর তারা স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রসহ এলাকাবাসীর নামে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দখল স্থিতিশীল বজায় রাখার জন্য ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। স্কুলের নামে মাঠের জমির দলিল এবং রেকর্ড থাকা সত্ত্বেও মঙ্গল চন্দ্র মন্ডল এবং তার মেয়ে প্রমিলা রানী মন্ডলের অনৈতিক কর্মকান্ড ও বিভিন্ন প্রকার চক্রান্তের ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আরো সংবাদ
ট্রলির চাকায় পিষ্ট হয়ে ইপিজেডের নারী শ্রমিক নিহত
- Nov 24 2025 15:44
শ্যামনগরে কুয়েত প্রবাসী জামাল ভিলার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল
- Nov 24 2025 15:44
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





