ট্রলির চাকায় পিষ্ট হয়ে ইপিজেডের নারী শ্রমিক নিহত
- Nov 24 2025 16:43
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: উত্তরা ইপিজেডের কর্মস্থলের ডিউটি শেষে বাড়ী ফেরা হলোনা নারী শ্রমিক আনোয়ারা বেগমের (২৫)। স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সৈয়দপুর শহরের সৈয়দপুর -রংপুর মহাসড়কের গোলাহাট এলাকার খাদিজা ফিলিং স্টেশনের সামনে ধানবোঝাই বেপরোয়া ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার উপজেলা বাঙালীপুর ইউনিয়নের লক্ষনপুর বালাপাড়ার সিরাজুলের স্ত্রী। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আনোয়ারা স্বামী সিরাজুল মারাত্মক আহত হয়। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করলে সড়কর উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি লেগে যায়। খরব পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত আনোয়ারার সহকর্মীদের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, সে উত্তরা ইপিজেডের দেশবন্ধু নামের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। ঘটনার প্রায় ঘন্টাখানেক আগে কর্মস্থলে ছুটি শেষে সিরাজুল তাঁর স্ত্রী আনোয়ারাকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে উল্লিখিত এলাকায় ধান বোঝাই বেপরোয়া ট্রলির ধাক্কায় তারা উভয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ইপিজেড কর্মী আনোয়ারা। এসময় গুরুতর আহত অবস্থায় স্বামী সিরাজুলকে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। এ ঘটনার পর লোকজন সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পরে। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও তারাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘন্টাপর যান চলাচল স্বাভাবিক হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরো সংবাদ
ট্রলির চাকায় পিষ্ট হয়ে ইপিজেডের নারী শ্রমিক নিহত
- Nov 24 2025 16:43
শ্যামনগরে কুয়েত প্রবাসী জামাল ভিলার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল
- Nov 24 2025 16:43
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





