কালিগঞ্জে প্রতিবন্ধকতার মাধ্যমে একটি পরিবারকে অবরুদ্ধের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ
- Nov 24 2025 15:40
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে একটি পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গৃহকর্তা।
লিখিত অভিযোগে উপজেলার কুশলিয়া ইউনিয়নের মহৎপুর (পাউখালী) গ্রামের মরহুম আকরাম হোসেনের ছেলে শাহিরুল হোসেন খাঁন (৪৮) জানান, মরহুম আব্দুর রাজ্জাক খাঁনের ছেলে আজিজুল হক খাঁন (৬৫) আমার চাচাতো ভাই। আজিজুল হক খাঁন নাবালক থাকা অবস্থায় ১৯৬৪ সালে তার পিতা মৃত্যুবরণ করেন। সে সময় থেকে তাদের ছয় ভাই-বোনকে আমার পিতা আকরাম হোসেন খাঁন নিজ খরচে লালন পালন ও উচ্চশিক্ষিত করেন। আমার চাচাত বড় ভাই প্রফেসর ডা. মাহাবুবুল হক খাঁনকে মেডিকেলে পড়ালেখার ব্যবস্থা করেন। তিনি আরও জানান, ছাত্রজীবন থেকে আজিজুল হক উশৃংঙ্খল ও পরসম্পদলোভী। সে আমাদের ক্রয়কৃত সম্পত্তির উপর দিয়ে পাউখালীর পূর্ব পাশে অবস্থিত সব দোকান পজিশন হিসেবে বিক্রি করে আমাদের নিজস্ব সম্পত্তিগুলো পতিত করে রাখে। তার উৎপাতে অতিষ্ট হয়ে প্রায় ১৫ বছর আগে তার আপন দুই ভাই ডাঃ মাহবুব এইচ খাঁন ও খাঁন ফজলুল হক তাকে বাড়ি থেকে বের করে দেয়। একপর্যায়ে গত বছর আজিজুল হককে তার বড় ভাই মাহবুব এইচ খাঁন বাড়িতে আনেন এবং আশ্রয় দেন। অভিযোগে তিনি জানান, একই পাচিলের ভিতরে ৩৬৪নং হাল দাগে ২০ শতক জমিতে দুইটি বাড়ি আছে। একটি প্রফেসর মাহবুব এইচ খাঁনের এবং অন্যটি আমার পিতা মৃত খান আকরাম হোসেন খাঁনের যেখানে বর্তমানে আমি বসবাস করি। দুইটি বাড়ির প্রবেশপথে একটি গেইট রয়েছে। আমার বড় ভাই প্রফেসর মাহবুব এইচ খান তার বাড়ি পাহারা দেয়ার জন্য আজিজুল হককে আশ্রয় দেওয়ার পর থেকে সে আমাদের উপরে বিভিন্ন রকম অত্যাচার ও নির্যাতন শুরু করেছে। বাড়িতে প্রবেশের গেইটটি ইচ্ছেমাফিক তালাবদ্ধ করে রাখছে। এর ফলে আমার দুই কণ্যার সকালে পড়ালেখা করতে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যা সৃষ্টি হচ্ছে। আমাদের পরিবারের সবার যাতায়াতেও প্রচন্ড ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আজিজুল হক খাঁন প্রায়ই আমার দুই মেয়ে, স্ত্রী এবং আমার সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করছেন। পাউখালী এলাকার লোকজনের সাথেও উক্ত আজিজুল হক খাঁন প্রতিনিয়ত দুর্ব্যবহারের পাশাপাশি হয়রানি ও নানাবিধ হুমকি-ধামকি প্রদান করে বলে ভুক্তভোগী শাহিরুল হোসেন খাঁন অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগের বিষয়ে জানার জন্য আজিজুল হক খাঁনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আরো সংবাদ
ট্রলির চাকায় পিষ্ট হয়ে ইপিজেডের নারী শ্রমিক নিহত
- Nov 24 2025 15:40
শ্যামনগরে কুয়েত প্রবাসী জামাল ভিলার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল
- Nov 24 2025 15:40
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





