Image

শ্যামনগরে কুয়েত প্রবাসী জামাল ভিলার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

এস, এম, মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর থানা সংলগ্ন চন্ডীপুরে কুয়েত প্রবাসী জামাল ভিলার উদ্যোগে ২য় বর্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ নভেম্বর (রবিবার) মাওলানা আমিনুর রহমানের সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হাফেজ মাওলানা আমিনুর রহমান, বিশেষ বক্তা মাওলানা আলতাফ হোসেন, হাফেজ কামরুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন। মাওলানা আবু সাইদের পরিচালনায় ও কুয়েত প্রবাসী জামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে তাফসীরুল কুরআন মাহফিলে কুরআন হাদীসের আলোকে আলোচনা ও সকল মৃত্যু মুসলমানদের প্রতি বিশেষ দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।