কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ
- Jan 22 2026 15:12
আরাফাত আলী: সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক তাহমিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে, সহকারী শিক্ষক ইমদাদুল হক, শেখ হারুনার রশিদ, আনারুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির অভিভাবক প্রতিনিধি কাজী আবু সাঈদ, জিএম ইসহাক আলী, রাজিয়া সুলতানা, রোজিনা পারভীন ও নাসিমা খাতুন।
বক্তারা বলেন, ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন এক শিক্ষাজীবনে প্রবেশ করেছে। এই সময় থেকেই শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন ও নৈতিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি। সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতন দৃষ্টি ও বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান তারা।
মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস, মৃণাল কান্তি সানা, সুপ্রিয়া ঘোষ, পরিমল কুমার মন্ডল,সেলিম রেজওয়ান, হাফিজুর রহমান,একরামুল হোসেন, চন্দ্র শেখর ঘোষ, সাজেদুল হক,জাহাঙ্গীর হোসেন, ইয়াছিন উল্লাহ, আজমীরা সুলতানা,আনারুল ইসলাম, আসমা খাতুন, শাহিদা খাতুন, আবেদা সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।
আরো সংবাদ
ডুমুরিয়ার কাঁঠালতলায় ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ
- Jan 22 2026 15:12
কালিগঞ্জের নলতায় দাঁড়িপাল্লার পক্ষে ছাত্রশিবিরের নির্বাচনী মিছিল ও পথসভা
- Jan 22 2026 15:12
সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকের নির্বাচনী প্রচারণা শুরু
- Jan 22 2026 15:12
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






