Image

কালিগঞ্জে পরিবারের সবাইকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

আবু হাসান: সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির বাড়িতে হানা দিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে তারা লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০টার দিকে শফিকুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। ওই খাবারে আগে থেকে চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাখে দুর্বৃত্তরা। খাবার খেয়ে পরিবারের সবাই অচেতন হয়ে গেলে জানালার গ্রীল কেটে দো'তলা বাসভবনের ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ দশ লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সকালে বিষয়টি দেখার পর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো: হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।