Image

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মাদ্রসা ছাত্র মোস্তফা আল হাসান (১২) নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে চুকনগর-দৌলতপুর সড়কের শাহপুর মধুগ্রাম সরকারি কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সে উপজেলার শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে এবং মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রসার দাখিল ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় সকালে মোস্তফা আল হাসান বাইসাইকেল চালিয়ে মাদ্রসায় যাচ্ছিল। পথিমধ্যে শাহপুর মধুগ্রাম সরকারি কলেজের সন্নিকটে পৌঁছুলে পিছন দিক থেকে আসা দ্রুতগতির (বগুড়া-ট -১১-১১৫৭) নম্বর একটি ট্রাক সাইকেলটির সাজােরে ধাক্কা দেয়। এসময় বাইসাইকেলটি ছিটকে রাস্তার উপর পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে ছাত্র মোস্তাফার মৃত্যু হয়। এসময বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করে। ৪০ মিনিট সময়কাল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।


মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহিব্বুর রহমান জানান, মাদ্রসার ছাত্র মোস্তফা আকস্মিক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় মাদ্রসার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা।

তিনি বলেন, মোস্তফা নামে একজন মাদ্রসা ছাত্র ট্রাকের চাপায় মারা গেছে। স্থানীয় লোকজন হেলপার এবং ঘাতক ট্রাকটি আটক করেছে। কিন্তু চালক পালাতক রয়েছে।