শ্যামনগরে জমির বিরোধে সংবাদ সম্মেলন
- Jan 21 2026 17:34
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া মৌজার ২৪ একর ৬৬ শতক জমি নিজেদের দাবি করে জমির মালিকগন সংবাদ সম্মেলন করেছেন।
২১ জানুয়ারি (বুধবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-আটুলিয়া চরের বিল গ্রামের রবিউল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জমি বিরোধে তাদের দাবি করে মানববন্ধনে মিথ্যা তথ্য দিয়ে মতিয়ার গন বক্তব্য রাখেন। তারা সিএস ২৪৯ নং খতিয়ান, আরএস ৫৪১ নং খতিয়ান এসএ ৬৬৮ নং খতিয়ান এবং বিআরএস ৬২৩ খতিয়ানের মালিক। মোট ৪৬ একর জমি এর মধ্যে বিবাদী আতিয়ার গাজী, মতিয়ার গাজী গং ২৪ একর ৬৬ শতক জমি দাবি করে,যাহা সঠিক নয়। বর্তমানে ২৪ একর ৬৬ শতক জমিতে রবিউলদের দীর্ঘদিনের বাড়ি, কবরস্থান, মসজিদ। সেখানে তারা জমি শান্তিপূর্নভাবে ভোগদখল করে আসছেন। বতর্মানে সেখানে তাদের মৎস্য ঘের চলমান। আতিয়ার, মতিয়ার গাজী গং সম্পূর্ন মিথ্যা, অনৈতিক দাবি তুলে প্রকৃত জমির মালিকগণ যথাক্রমে আব্দুল জব্বার সানা, আবুল হোসেন সানা, আব্দুল মাজেদ সানা, জিএম বজলুর রশিদ, হাছিম সরদার কোবলা বুনিয়াদে মালিক ২ একর ৬৬ শতক ও মোঃ রবিউল ইসলাম কোবলা সূত্রে ৬৬ শতক জমি। মানববন্ধনে প্রকৃত মালিকদের সন্ত্রাসীর অভিযোগ করে রাজনৈতিক ফাঁয়দা লুটের চেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে আরো জানান, জিএম আলতাফ হোসেন লাভলু, মোঃ সুজাত হোসেন সানা এ সম্পত্তি নিয়ে শ্যামনগর থানায় মিমাংসার জন্য সালিসি বৈঠকে তারা থানার মধ্যে অশালীন আচরন করে। যার প্রেক্ষিতে তাদের নামে শ্যামনগর থানায় সাধারন ডায়েরী করা হয়, জিডি নং- ১২৮৭। তর্কিত জমি নিয়ে ফৌজদারি আদালতে ৬/৭ টি কেস হয়েছিল। কেস গুলোর রায় তাদে পক্ষে দাবি করেন। রায় হওয়ার কারনে আতিয়ার গাজী গং দখলে যেতে না পেরে জোরপূর্বক অবৈধভাবে দখল করার চেষ্টা করছে। অবৈধভাবে জমি দখল করতে যাতে না পেরে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আরো সংবাদ
ডুমুরিয়ার কাঁঠালতলায় ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ
- Jan 21 2026 17:34
কালিগঞ্জের নলতায় দাঁড়িপাল্লার পক্ষে ছাত্রশিবিরের নির্বাচনী মিছিল ও পথসভা
- Jan 21 2026 17:34
সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকের নির্বাচনী প্রচারণা শুরু
- Jan 21 2026 17:34
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






