শ্যামনগরে ভাব বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের কম্বল বিতরণ
- Jan 21 2026 17:36
এস, এম, মোস্তফা কামাল: বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগরে ভাব ভুক্ত ৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসার মোট ২৭০ জন দরিদ্র শিক্ষার্থীদের কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ই জানুয়ারী) বেলা ১২ টায় শ্যামনগরে জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৯টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ওই কম্বল তুলে দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, হেঞ্চি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ, বি,এম, লুৎফুল আলম, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক ইকবল হোসেন, নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ অহিদুজ্জামান, ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক টি এম জিলহাজ্ব রহমান, চালিতাঘাটা সিদ্দিকীয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবু জাফর মোঃ আব্দুর রহিম, শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটেরকো-অডিনেটর রনি বালা বিশ্বাস, প্রশিক্ষক ও সহকারী ম্যানেজার মাকছুদুর রহমান, প্রশিক্ষক আব্দুল আলিম, মাহফুজুর রহমান, আসমা উল হুসনা, উম্মে উনাইজা প্রমুখ।
আরো সংবাদ
ডুমুরিয়ার কাঁঠালতলায় ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ
- Jan 21 2026 17:36
কালিগঞ্জের নলতায় দাঁড়িপাল্লার পক্ষে ছাত্রশিবিরের নির্বাচনী মিছিল ও পথসভা
- Jan 21 2026 17:36
সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকের নির্বাচনী প্রচারণা শুরু
- Jan 21 2026 17:36
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






