Image

তুরস্কের ‘তেফান’ ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে গ্রিস : এরদোগান

ইন্টারন্যাশনাল ডেস্ক: গ্রিস ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ‘তেফান’কে ভয় পাচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসেডেন্ট রজব তৈয়ব এরদোগান। এছাড়া অ্যাজিয়ান দ্বীপপুঞ্জকে সামরিকীকরণ না করার জন্য আবারো অ্যাথেন্সকে সতর্ক করে দিয়েছেন।
রোববার দেশটির উত্তরাঞ্চলের স্যামসন প্রদেশে তিনি এই কথা বলেছেন।

এরদোগান বলেন, ‘গ্রিস ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তেফানের ভয়ে ভীত।’

তিনি বলেন, ‘এখন আমরা নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি করতে শুরু করেছি। অবশ্যই এই ক্ষেপণাস্ত্রকে গ্রিকরা ভয় পাচ্ছে। যখন আপনি ‘তেফান’ (তুফান) বলেন, তখন গ্রিকরা ভয় পায়। তারা (গ্রিস) বলে যে এটি অ্যাথেন্সে আঘাত করবে। অবশ্যই, এটি আঘাত করবে।’


গ্রিসের উদ্দেশ্যে এরদোগান বলেন, ‘আপনি যদি এখান থেকে ওখান থেকে কিছু কেনার (অস্ত্র) চেষ্টা করেন, বা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু কিনে অ্যাজিয়ান দ্বীপপুঞ্জে সরবরাহ করার চেষ্টা করেন তাহলে তুরস্কের মতো একটি দেশ শুধু ঠায় দাঁড়িয়ে থাকবে না। তারা কিছু না কিছু করবে।’

গত অক্টোবরে কৃষ্ণ সাগরে তুরস্কে উৎপাদিত স্বল্প-পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তেফানের পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি ৪৫৬ সেকেন্ডে ৫৬১ কিলোমিটার (৩৪৯ মাইল) দুরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

উল্লেখ্য, গ্রিসের সাথে ভূ-সীমানা, সামুদ্রিক সীমানা, অভিবাসীসহ বিভিন্ন বিষয় নিয়ে তুরস্কের বিরোধ চলছে।