
যুক্তরাজ্যের লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অভিষেক অনুষ্ঠিত
- Aug 05 2025 12:02
অনলাইন ডেস্ক: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO) -এর যুক্তরাজ্য (লন্ডন) শাখার অভিষেক অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আশিকুল ইসলাম আশিক এবং অনুষ্ঠান পরিচালনা করেন লাভলু লস্কর। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন মুফতি আব্দুল ওয়াদুদ সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলুক আহমেদ, স্পিকার, টাওয়ার হ্যামলেট।বিশেষ অতিথি ছিলেন:মুহাম্মদ চৌধুরী, কাউন্সিলর, টাওয়ার হ্যামলেটস আয়াছ মিয়া, কাউন্সিলর, টাওয়ার হ্যামলেটস লিলু আহমেদ তালুকদার, কাউন্সিলর, টাওয়ার হ্যামলেটস কাহার চৌধুরী, সাবেক কাউন্সিলর এডভোকেট এম এ বশির হিরা দেলোয়ার মুহিবুর রহমান, বিশিষ্ট কমিউনিটি নেতা মাসুক আহমদ সরদার সাইফুল আলম সুফিয়ান আব্দুল কদ্দুছ, উপদেষ্টা নুরুল হোসেন জামাল আহমদ আবু বক্কর মোহন মিয়া গজম্বর আলী জহিরুল ইসলাম সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:সহ-সভাপতি: শাহ্ লিলু মিয়া, হুমায়ূন কবির, আনোয়ার হোসেন মজলিস তালুকদার সহ-সাধারণ সম্পাদক: জাকির হোসেন সেলিম, ফয়ছল আহমদ, নাজমা চৌধুরী নাজু সহ-সাংগঠনিক সম্পাদক: নবাব আহমদ, আব্দুর রব প্রচার সম্পাদক: সৈয়দুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক: ছৈল মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক: হাজী দিলবর ক্রীড়া বিষয়ক সম্পাদক: আবুল হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: জামাল আহমদ মহিলা বিষয়ক সম্পাদক: সখিনা খাতুন সখি পরিবেশ বিষয়ক সম্পাদক: সাগর চৌধুরীএছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মকবুল, নাদিম, মাহিদ, শাই জাহান মিয়, বাদশা মিয়াসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় অনলাইনের মাধ্যমে ভিডিও বার্তায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সংগঠনের মাননীয় কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আমিন। তিনি নবগঠিত লন্ডন কমিটিকে অভিনন্দন জানান এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আরো সংবাদ
শ্যামনগরে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন
- Aug 05 2025 12:02
শ্যামনগরে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Aug 05 2025 12:02
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July