পরিবারের সক্রিয় সহযোগিতা ও ইতিবাচক মানসিক পরিবেশই রিল্যাপ্স প্রতিরোধে সহায়ক
- Sep 24 2025 10:46
নিজস্ব প্রতিনিধি: রিল্যাপ্স প্রিভেনশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যাক্তি মাদক, অ্যালকোহল বা অন্য কোনো আসক্তির পুনরায় শুরু হওয়া রোধ করতে সচেতনতাকে এবং প্রয়োজনীয় কৌশল প্রয়োগ করে। ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আওতাধীন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে বুধবার (২৪ সেপ্টেম্বর) রিল্যাপ্স পিভেনশন বিষয়ক এক সচেতনতামূলক পারিবারিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মনোচিকিৎসক ডা: মো: রাহেনুল ইসলাম। তিনি উল্লেখ করেন যে পরিবারের সক্রিয় সহযোগিতা এবং ইতিবাচক মানসিক পরিবেশ একজন নিরাময়প্রাপ্ত ব্যক্তিকে সুস্থভাবে সমাজে ফিরিয়ে আনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।তিনি আরও বলেন যি থাকে রিল্যাপ্স প্রতিরোধের সঠিক কৌশল জানা থাকে, আসক্তিকে মুক্তি সহজ।
এই সভার মূল উদ্দেশ্য ছিল পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা মাদক নির্ভরশীল নারীরে সুস্থ জীবনে ফিরে যাওয়ার পথে তাদের পরিবারের ভুমিকা ও দায়িত্ব সম্পর্কে অভিভাবকদের সচেতন করা এবং রিল্যাপ্স (পুনরায় আসক্ত হয়ে পড়া) প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্শেনা প্রদান। উক্ত সভায় ২৯ জন চিকিৎসারত ক্লায়েন্টের অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী, কাউন্সেলর সুমাইয়া, এসিসট্যান্ট সেন্টার ম্যানেজার রোজিনা খাতুন, কেস-ম্যানেজার রুম্মানি জান্নাত। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সেলর মাহমুদা আলম।
প্রোগ্রাম শেষে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মনোচিকিৎসক ডা: মো: রাহেনুল ইসলাম ও সিনিয়র সাইকোলজিস্ট রাখা গাঙ্গুলী।
অনুষ্ঠানের অংশগ্রহণকারী অভিভাবকগণ ঢাকা আহ্ছানিয়া মিশনের এই উদ্দ্যেগকে সাধুবা জানান এবং ভবিষ্যতে আরও নিয়মিতভাবে এ ধরনের সভার আয়োজনের জন্য অনুরোধ করেন। ঢাকা আহ্ছানিয়া মিশন বিশ্বাস করে যে, সমাজ ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টাই একজন মাদকনির্ভশীল নারীকে সুস্থ, সুন্দর ও স্বনির্ভর জীবনের পথে ফিরিয়ে আনতে পারে।
আরো সংবাদ
শ্যামনগরে কর্মসংস্থান সৃষ্টির প্রয়াসে মোটরভ্যান বিতরণ
- Sep 24 2025 10:46
উত্তরবঙ্গের অন্যতম এসপিএল সিজন-৩ ক্রিকেট টূর্ণামেন্ট আয়োজনে মতবিনিময় সভা
- Sep 24 2025 10:46
সুনামগঞ্জে জাতীয়পাৰ্টিৱ গণমমিছিল ও সমাবেশ
- Sep 24 2025 10:46
বড়াইগ্রামে ফ্রি-তে মদ না পেয়ে মব সৃষ্টি করলো ছাত্রদল নেতা-কর্মীরা
- Sep 24 2025 10:46
মা ও মেয়ের ভাওয়াইয়ার সুরে মেলবন্ধন দুই বাংলার
- Sep 24 2025 10:46
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






