নেপালের কাঠমন্ডুতে থান্ডার কিক বিষয়ক স্পোর্টস সেমিনার
- Sep 24 2025 10:49
অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যুত্থান অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে থান্ডার কিক বিষয়ক স্পোর্টস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর এ যুগান্তকারী ক্রীড়া সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কৃতি সন্তান, পৃথিবীর অন্যতম সুপার হিউম্যান ডক্টর ম্যাক ইউরি'র উপস্থিতিতে এই প্রশিক্ষণ সেমিনার প্রাণবন্ত হয়ে ওঠে।
ন্যাশনাল স্পোর্টস একাডেমি কাঠমুন্ডুতে যেখানে ১৮ জন কমব্যাট স্পোর্টস অনুশীলনকারী একত্রিত হন গ্রান্ড মাস্টার ইউরি বজ্রমুণির অনন্য বিশ্ব রেকর্ড ভিত্তিক শিক্ষার অভিজ্ঞতা নিতে। বাংলাদেশ ব্যুত্থান অ্যাসোসিয়েশন আয়োজিত এই সেমিনারের মূল বিষয়বস্তু ছিল থান্ডার কিকের প্রশিক্ষণ পদ্ধতি যা ক্রীড়াবিজ্ঞানের নীতিমালা বজ্রপ্রাণ ব্যায়াম এবং ঐতিহ্যবাহী পদ্ধতির সমন্বয়ে গঠিত একটি বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা, এটি গতিশীল পায়ের শক্তি ও বিস্ফোরণ শক্তি বৃদ্ধিতে সহায়ক।
একাডেমির প্রতিষ্ঠাতা ও সিইও মিস্টার গণেশ, গ্রান্ড মাস্টার ইউরি বজ্রমুণির সদয় উপস্থিতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেমিনারটিকে প্রশংসা করে বলেন, এটি একটি "অসাধারণ ও সমৃদ্ধ সেশন" যা কেবল কমব্যাট অ্যাথলেটদের জন্যই নয় বরং যে কোন ক্রীড়া অনুশীলনকারীর জন্য উপকারী। যারা ফুর্তি, গতি এবং শক্তি বাড়ানোর চেষ্টা করছেন।
এই সেমিনার ব্যুত্থানের বিস্তারের এক নতুন অধ্যায় চিহ্নিত করে পাহাড়ের দেশে, যা বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ককে আরো দৃড় করেছে এবং নেপালি ক্রীড়াবিদদের সামনে থান্ডা কিকের গভীর দর্শন ও বিজ্ঞান উন্মোচন করছে।
বুত্থান যার অর্থ জাগরন। একটি বাংলাদেশী মার্শাল আর্ট ও কমব্যাট স্পোর্ট যা আত্মরক্ষা ও ব্যক্তিগত বিকাশের উপর গুরুত্ব দেয়।
বাংলাদেশ বুত্থান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে এবং ২০১৩ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বুত্থানকে আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সম্প্রতি UNESCO-ICM তাদের সরকারি ওয়েবসাইটে বুত্থানকে স্থান দিয়েছে এবং এটি একটি স্বতন্ত্র বাংলাদেশী কমব্যাট স্পোর্ট ও মার্শাল আর্ট হিসেবে বৈশ্বিক গুরুত্বের স্বীকৃতি প্রদান করেছে বলে সূত্রে জানা গেছে।
আরো সংবাদ
শ্যামনগরে কর্মসংস্থান সৃষ্টির প্রয়াসে মোটরভ্যান বিতরণ
- Sep 24 2025 10:49
উত্তরবঙ্গের অন্যতম এসপিএল সিজন-৩ ক্রিকেট টূর্ণামেন্ট আয়োজনে মতবিনিময় সভা
- Sep 24 2025 10:49
সুনামগঞ্জে জাতীয়পাৰ্টিৱ গণমমিছিল ও সমাবেশ
- Sep 24 2025 10:49
বড়াইগ্রামে ফ্রি-তে মদ না পেয়ে মব সৃষ্টি করলো ছাত্রদল নেতা-কর্মীরা
- Sep 24 2025 10:49
মা ও মেয়ের ভাওয়াইয়ার সুরে মেলবন্ধন দুই বাংলার
- Sep 24 2025 10:49
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






